নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে পেঁয়াজের দাম কেজিতে কমল ১৫ টাকা

চাক্তাই-খাতুনগঞ্জ

জাহেদুল কবির | মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:২০ পূর্বাহ্ণ

ভারত পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে। এর খবরের জেরে খাতুনগঞ্জের পাইকারী বাজারে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম একদিনের ব্যবধানে কমেছে কেজিতে সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, ভারত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কারণে পেঁয়াজের দরপতন হয়েছে। বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। এরমধ্যে নতুন পেঁয়াজ প্রবেশ করলে দাম আরো কমে যেতে পারে এই আশঙ্কায় অনেকে পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন। ভোক্তারা বলছেন, এভাবে দাম কমার কারণে এটি স্পষ্ট হয়েছে, ব্যবসায়ীদের এতদিন সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করেছেন। ভারত মাত্র রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। কিন্তু এরমধ্যে দাম কিছুটা পড়তির দিকে রয়েছে। অথচ কোনো ব্যবসায়ী এখনো এক কেজি পেঁয়াজও আমদানি করেনি। তাহলে আজকে কমছে কেন। গতকাল সোমবার চাক্তাই খাতুনগঞ্জের পাইকারী বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সকালে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৫ টাকায়, রপ্তানি প্রত্যাহারের খবরে বিকেলে বিক্রি হয়েছে ৮৫ টাকা। এছাড়া দেশি মেহেরপুরী পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কাশেম দৈনিক আজাদীকে বলেন, বাজারে বর্তমানে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের বাজার নিম্নমুখী। কারণ বাজারে দেশি নতুন পেঁয়াজও এসেছে। এছাড়া আমদানির বন্ধের মধ্যেও বাজারে রয়েছে ভারতীয় পেঁয়াজ। এরমধ্যে এখন ভারত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে বাজার নিম্নমুখী।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, পেঁয়াজের দাম এখন কমতির দিকে। ভারত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এটাই একমাত্র কারণ মনে হচ্ছে।

চাক্তাই আফরা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আমাদের দেশে ভারতীয় পেঁয়াজের আলাদা চাহিদা রয়েছে। ভারতীয় পেঁয়াজ বাজারে প্রবেশ করলে সব ধরনের পেঁয়াজের দাম আরো কমে যাবে।

পূর্ববর্তী নিবন্ধএবারও মিউনিসিপ্যাল স্কুলের অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
পরবর্তী নিবন্ধসভাপতি সম্পাদক হতে চান ২শ জন