নিষেধাজ্ঞায় তেলের দাম ২০০ ডলার ছাড়াতে পারে

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে এখনো সায় দেয়নি তার মিত্র ইউরোপীয় দেশগুলো। তারাও নিষেধাজ্ঞা দিলে তেলের দাম রাতারাতি পৌঁছাতে পারে ব্যারেলপ্রতি ২০০ ডলারের ওপরে। এর প্রভাবে সংকটে পড়বে পুরো বিশ্বের অর্থনীতি। রাশিয়ার তেলের কোনো বিকল্প আপাতত নেই ইউরোপ ও বাকি বিশ্বের সামনে। খবর বাংলানিউজের।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রভাবে গত কয়েক সপ্তাহের মধ্যেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে এক তৃতীয়াংশ। তার ওপর রাশিয়ার জ্বালানি খাতের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় তেলের দাম উঠে গেছে ১৩০ ডলারের আশপাশে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলোও যদি এই নিষেধাজ্ঞায় শামিল হয় তবে প্রতি ব্যারেল ২০০ ডলার অতিক্রম করবে তেলের দাম। এর প্রতিক্রিয়া থেকে বাঁচতে পারবে না ইউরোপসহ বাকি বিশ্ব।

পূর্ববর্তী নিবন্ধভারতের উত্তর প্রদেশে ফের ক্ষমতায় বিজেপি
পরবর্তী নিবন্ধরাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ইউক্রেনের