নিয়ম অনুয়ায়ী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রতি সোমবার কোনো বাজারে গরুর মাংস বিক্রি করা যাবে না। এ নিয়ম অমান্য করে গরুর মাংস বিক্রি করার পাশাপাশি মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে কাজীর দেউরী সিডিএ বাজারের তিন দোকানদারকে ছয় হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর।