নিষিদ্ধ সময়ে মাছ শিকার

বাঁশখালীতে ২০ জেলেকে জরিমানা জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

বাঁশখালীর ছনুয়া সংলগ্ন উপকূলীয় এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ২০ জেলেকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি মাছ ধরার ট্রলার, ৮০ কেজি ইলিশ মাছ ও জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ গুলো এতিম খানায় বিতরন করা হয়। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ছনুয়া সংলগ্ন উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন,বাংলাদেশ নৌবাহিনী,উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে নিষেধাজ্ঞা না মেনে অবৈধভাবে মাছ ধরার দায়ে এফ বি তৃষ্ণা -২ফিশিং ট্রলার থেকে আটক করে ২২ জেলেকে। আটককৃত

জেলে ও ফিশিং ট্রলারটি ভোলার মনপুরা ও সন্দ্বীপের সুজন বহাদ্দারের লোক বলে জানা যায়। তাদের মধ্যে ২জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকি ২০ কে ৫০০০হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এবং ট্রলারে থাকা, জাল, প্রায় ৮০ কেজি ইলিশ মাছ ও ট্রলারটিও জব্দ করা হয়। জব্দকৃত ট্রলারটি মালামালাসহ ছনুয়া ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ কালুর জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জানা যায়, ভোলার মনপুরা এলাকার এফ বি তৃষ্ণা -২ ফিশিং ট্রলারটিতে আটককৃত জেলেদের বাড়ি সন্দ্বীপের।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান বলেন, বাঁশখালী সংলগ্ন বঙ্গোপসাগরে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও উপজেলা প্রশাসন। তিনি বলেন, ঘটনাস্থলে তাৎক্ষণিক ট্রলার মালিকের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়। জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলুলো রোজ : সবচেয়ে বড় গোলাপি হিরা পাওয়া গেছে আফ্রিকায়
পরবর্তী নিবন্ধসাবেক ব্যাংক কর্মকর্তার ৯ মামলা ৬ মাসে নিষ্পত্তির নির্দেশ