বিষণ্ন জোছনার চোখের জল দেখেছো কখনো?
প্রচণ্ড রক্তক্ষরণে অশান্ত পাহাড়ের
পাঁজর ভাঙা মৌন পাথর গলানো লোনাজল,
আজ না বলা কথারা হারায় সুপ্ত অনুরাগে
কখনো কখনো গৌর পূর্ণিমাতে
জোয়ার তুলে যৌবন চন্দ্রগ্রহণ।
অহংকারী চাঁদও তখন মাতাল সমুদ্রে সাঁতার কাটে,
নষ্ট প্রেমের কলঙ্ক এঁকে দেয় চন্দ্রাহত কিছু গাঙচিল
তবে বুঝি চাঁদের সঙ্গমে
নীল জোছনা কামুক সুখে গা ভাসাবে?
আমার মহা নিষ্ক্রমণ অজানা চক্রবুহ্যে আজও বন্দী,
কেবল অদৃষ্টের যাত্রী হয়ে পৃথ্বীর নির্যাস গায়ে মাখছি।
একদিন চুষে নেবো সব নীল তৃষ্ণার্থ ঠোঁটের নির্লিপ্ত চুম্বনে,
কিছু কয়েদি অনুভূতি পুষিয়ে রাখবো দুঃস্বপ্নের গহ্বরে।
যখন বালুকাবেলায় মুঠো মুঠো জোছনা দ্যুতি বিলাবো,
তুমি এসো ভিজতে জোছনা বিলাসে প্রমত্ত উচ্ছ্বাসে।
আমার তন্দ্রাবিলাস মন রাঙিয়ে দিও শুভ্র অরুণিমায়।