Home আজকের পত্রিকা প্রথম পাতা নির্মাণ শ্রমিকদের ওপর অবৈধ দখলদারদের হামলা, আহত ৪

নির্মাণ শ্রমিকদের ওপর অবৈধ দখলদারদের হামলা, আহত ৪

0
নির্মাণ শ্রমিকদের ওপর অবৈধ দখলদারদের হামলা, আহত ৪

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্মাণ শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে অবৈধ দখলদাররা। এসময় তাদের হামলায় ৪ শ্রমিক আহত হন। হঠাৎ এ হামলার ঘটনায় শ্রমিকরা পিছু হটলে কাজ সাময়িক বন্ধ থাকে। গতকাল বৃহস্পতিবার সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুনরায় কাজ শুরু করেন শ্রমিকরা। সকালের দিকে এ ঘটনা সংঘটিত হলেও জেলা প্রশাসন তা প্রকাশ করেনি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম জানান, জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় সমপ্রতি বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চট্টগ্রাম জেলা প্রশাসন। সেই স্থানে সীমানা প্রাচীর নির্মাণের কাজ গত বুধবার থেকে শুরু হয়। অবৈধ বাসিন্দারা এই কাজে বাধা দিতে নানাভাবে চেষ্টা করতে থাকে। কিন্তু সেদিন বাধা দিতে না পারলেও গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন নিযুক্ত অস্থায়ী নির্মাণ শ্রমিকরা পুনরায় সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে কিছু বাসিন্দা একত্রিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে ৪ শ্রমিক কমবেশি আহত হন। তাদের মধ্যে দু’জনকে হাসপাতালে চিকিৎসা ও অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত শ্রমিকরা হলেন, আবু সাঈদ (৪০), বোরহান (২৮), ফজলু (৪৩) এবং নুরুল ইসলাম (৪১)। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সেখানে কিছু লোকজন ঝামেলা তৈরি করতে চাইছেন জানিয়ে আমাকে ইউএনও স্যার জানালে আমি ঘটনাস্থলে গিয়ে পুনরায় শ্রমিকদের নির্মাণ কাজ শুরু করি। হামলাকারীদের কাউকে সেসময় পাওয়া যায়নি। তবে ওই হামলাকারীদের অনেককেই শনাক্ত করা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।