যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চালানোর অভিযোগ উঠেছে নির্মাতা প্রতিষ্ঠান ম্যাক্সের বিরুদ্ধে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে নির্মাণসামগ্রী নিচে পড়ার ঘটনা ঘটছে। এতে গাড়ি ভেঙে যাওয়ারও ঘটনা ঘটছে। যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ না করলে প্রাণহানির মতো ঘটনারও আশংকা করা হচ্ছে।
নগরীর লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৬ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ একেবারে শেষ পর্যায়ে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্পটির নির্মাতা প্রতিষ্ঠান ম্যাক্স। বর্তমানে প্রকল্পের মূল কাঠামোর পাশে রেলিং নির্মাণসহ আনুষঙ্গিক কাজ চলছে। কিন্তু সাইডের দিক বরাবর নিচে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেয়ায় প্রায়শ উপর থেকে পাথরসহ নানা নির্মাণসামগ্রী নিচে পড়ছে।
জানা যায়, নগরীর বিপ্লব উদ্যান দোকান মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির গত মঙ্গলবার রাত ১২টা নাগাদ পরিবারের সদস্যদের নিয়ে নিজস্ব গাড়িতে নেভী কনভেনশন হলে একটি সামাজিক অনুষ্ঠান থেকে বের হয়ে বাসায় যাচ্ছিলেন। গাড়িটি টাইগার পাস মোড় সংলগ্ন সিএনজি ফিলিং স্টেশনের কাছে আসা মাত্র নির্মাণাধীন ফ্লাইওভারের উপর থেকে ঢালাই কাজে ব্যবহৃত বেশ বড় একটি পাথরখণ্ড বিকট শব্দে গাড়ির ছাদের উপর পড়ে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। আতংকে গাড়ির যাত্রীরা অসুস্থতাবোধ করতে থাকেন। পাথরটি গাড়ির উপর না পড়ে কারো মাথার উপর পড়লে প্রাণহানির ঘটনা ঘটতো বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।
ম্যাঙের সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার কথা স্বীকার করেন বলেন, আমরা অফিসে জানিয়েছি। অফিস এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।