‘নির্মল পরিবেশ সুস্থ জীবন’ শীর্ষক সেমিনার ও মুক্ত আলোচনা গত ১২ অক্টোবর বরমা ডিগ্রি কলেজ মিলনায়তনে বাংলাদেশ বনবিভাগ দোহাজারী রেঞ্জের সহযোগিতায় ও বরমা হেলথ এন্ড এডুকেয়ার সার্ভিস সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আহসান ফারুক। প্রধান অতিথি ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল মনসুর মো. হাবিব। মুখ্য আলোচক ছিলেন বনবিভাগ দোহাজারী রেঞ্জের রেঞ্জার মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও নারী নেত্রী সঞ্চিতা বড়ুয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশকর্মী দেবাশীষ কান্তি বিশ্বাস। সংগঠনের সমন্বয়কারী অধ্যাপক সালমা আহসানের সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যাপক নূর মোহাম্মদ ও সাংবাদিক সীবলী সাদিক কফিল। অনুষ্ঠানে দেবাশীষ কান্তি বিশ্বাসকে সম্মাননা স্মারক দেয়া হয় এবং বৃক্ষের চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।