যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটি শুরু হওয়ার আগে ফিলাডেলফিয়া, বাল্টিমোর ও ফোর্ট ওয়ার্থে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় ১০ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এসব হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুক নিয়ন্ত্রণ আইন পাস করার জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন। খবর বিডিনিউজের।
টেক্সাস অঙ্গরাজ্যের শহর ফোর্ট ওয়ার্থে স্থানীয় সময় সোমবার মধ্যরাতের আগে গোলাগুলিতে তিনজন নিহত ও আটজন আহত হন বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ। এখানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় একটি উৎসবের পরই গোলাগুলি শুরু হয়।
সোমবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় পৃথক আরেকটি নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন নিহত ও দুজন আহত হন। আহতরা হল ২ বছর বয়সী একটি শিশু ও ১৩ বছর বয়সী এক কিশোর। তাদের পায়ে গুলি লেগেছে। পুলিশ জানিয়েছে, এক সন্দেহভাজন বর্ম পরে আধা স্বয়ংক্রিয় এআর–১৫ রাইফেল নিয়ে অপরিচিত লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। এ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এর আগের দিন মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে আরেকটি গুলির ঘটনায় ২ জন নিহত এবং ২৮ জন আহত হন। আহতদের প্রায় অর্ধেক শিশু বয়সী। এসব গুলিবর্ষণের কারণ কী ছিল তা পরিষ্কার হয়নি। যুক্তরাষ্ট্র এর বিশাল সংখ্যক বন্দুক সহিংসতা ও নির্বিচার গুলিবর্ষণ সামলাতে হিমশিম খাচ্ছে। গান ভায়োলেন্স আর্কাইভ জানাচ্ছে, দেশটিতে ২০২৩ সালে ইতোমধ্যে ৩৪০টিরও বেশি নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।