চট্টগ্রাম–১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহবায়ক মহিউদ্দিন বাচ্চু বলেছেন, ৭৫ পরবর্তী সরকারগুলো নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করেছে, আর শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে। গতকাল বৃহস্পতিবার নগরীর ওয়াসা মোড়ের অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের পরিচালনায় সভায় মহিউদ্দিন বাচ্চু আরও বলেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন, সামাজিক মূল্যবোধের উন্নয়ন বিশ্ববাসীকে আকর্ষণ করেছে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত পথের একজন সারথী হতেই আমি প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন কর্মকান্ড তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে বাস্তবায়ন করবো।
চট্টগ্রাম মহানগর যুবলীগ সভাপতি মাহবুবুল হক সুমন বলেন, যুবলীগের মূল লক্ষ্যই যুবসমাজের উন্নয়নের মাধ্যমে দেশের ভবিষ্যৎকে সুন্দর করা। সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার বলেন, আমরা যদি বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ সমূহ জনগণের নিকট সঠিকভাবে উপস্থাপন করতে পারি তবে এই আসনের প্রতিটি ভোট নৌকা মার্কায় হবে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সহ–সভাপতি নুরুল আনোয়ার, আঞ্জুমান আরা, হেলাল উদ্দিন আহমেদ, দেবাশীষ পাল দেবু, সাখাওয়াত হোসেন সাকু, নুরুল আলম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, ইশতিয়াক আহমেদ চৌধুরী সাদিত, সাংগঠনিক সম্পাদক সনত বড়ুয়া, ইঞ্জি. আবু মো. মহিউদ্দিন, এজেএম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, মনোয়ার উল আলম চৌধুরী নোবেল, সৈয়দ ওমর ফারুক, মান্না বিশ্বাস, এড. আখতারুজ্জামান রুমেল, হেলাল উদ্দিন আহমেদ, প্রফেসর রেজাউল করিম, নঈম উদ্দিন খান, রাজীব হাসান রাজন, মোহাম্মদ আলমগীর টিপু, ডা. শরিফুল ইসলাম আদনান, শাহজাহান আহমেদ সামি, ফেরদৌস আহমেদ, ইবরাহিম খলিল নিপু, আালী একরামুল হক রনি, মোহাম্মদ ওয়াসিম প্রমুখ।