নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনীতিবিদদেরই সমঝোতায় আসতে হবে

ইসলামী মহিলা ফ্রন্টের বিভাগীয় সম্মেলনে এম এ মতিন

| মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী মহিলা ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন গতকাল সোমবার নগরীর বহদ্দারহাটস্থ আর বি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ইসলামী মহিলা ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক হাজ্জা কুসুম আকতার ভান্ডারীর সভাপতিত্বে অনু্‌ষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মতিন।

তিনি বলেন, জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নিয়ে দুই দলের সংঘাতের রাজনীতি দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। জাতীয় নির্বাচন পদ্ধতি নিয়ে বিরোধ ও সংঘাত রাজনীতিবিদদেরই সৃষ্টি। তাই কীভাবে জাতীয় নির্বাচন হবে এই প্রশ্নে রাজনীতিবিদদেরকেই শীঘ্রই চূড়ান্ত ফয়সালা ও রাজনৈতিক সমঝোতায় আসতে হবে। না হয় রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়ে দেশের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। মুখ্য আলোচক ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা স উ ম আব্দুস সামাদ। সম্মেলনে অতিথি ও আলোচক ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলাইমান ফরিদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ, মাওলানা রেজাউল করিম তালুকদার, অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা এম এ মাবুদ, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মাওলানা সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, নাছির উদ্দিন মাহমুদ, অধ্যাপক মাওলানা মীর আবদুর রহিম মুনিরী, মাওলানা গিয়াস উদ্দিন নেজামী, মুহাম্মদ আলী হোসাইন, মহিউল আলম চৌধুরী, মাওলানা সৈয়দুল হক সাঈদ কাজেমী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা কাযী মুহাম্মদ মহিউদ্দিন, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম, আলমগীর ইসলাম বঈদী, আবদুল করিম সেলিম। ইসলামী মহিলা ফ্রন্টের নানা শাখার নেত্রীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহনাজ মুন্নি, শাহনাজ আকতার ফেরদৌসি, জাহেদা আকতার, রুবি আকতার, জাফরিন আকতার, নাসিমা আকতার, সানজিদা, মুক্তা, তকিয়া জাহানারা, বানু, মাজেদা, কোহিনুর, ফৌজিয়া, বদরুন্নেছা, হালিমা, ডা. জেসমীন, শিউলি কানিজ, সাগেরা, আমেনা বেগম, বেবী আকতার, রোজি আকতার, পায়েল, তাহমিনা, নাসিমা আকতার, জাহানারা, রিজিয়া, ইয়াসমিন মানু, শহরবানু, ফারিহা, নাজমা, রহিমা, আচার বেগম, আনু আকতার, হুমায়রা, সারাবান, আরিফা সুলতানা, জেসমিন, জ্যোৎস্না আকতার, হাবিবা বেগম, রুবি আকতার প্রমুখ। ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা স উ ম আবদুস সামাদ ইসলামী মহিলা ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয়, দক্ষিণ জেলা ও মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।