নির্বাচন কোন প্রক্রিয়ায়, তা বাংলাদেশের জনগণই ঠিক করবে : ভারত

| শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো মন্তব্য না করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে, তা এখানকার জনগণই ঠিক করবে। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের তৎপরতার মধ্যে গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে নিজ দেশের অবস্থান ব্যাখ্যা করেন মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের তৎপরতা ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ওই প্রশ্নে তিনি বলেন, ‘আমার মনে হয়, সেখানে (বাংলাদেশ) বহু পক্ষের তৎপরতার কারণেই হয়ত মানুষজন এনিয়ে মন্তব্য করছে। এটা নিয়ে মন্তব্য করতে পারে।’ খবর বিডিনিউজের।

বাংলাদেশে যা কিছুই ঘটুক না কেন, তার প্রভাব প্রতিবেশী দেশ ভারতের উপর পড়ে মন্তব্য করে অরিন্দম বাগচি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে যা ঘটে তার সঙ্গে আমরা খুব ভালোভাবে জড়িয়ে যাই, তার প্রভাব আমাদের উপর পড়ে। আমি মনে করি, বাংলাদেশে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া কীভাবে চলবে, তা ঠিক করার ভার বাংলাদেশের মানুষের হাতেই ছেড়ে দেওয়া উচিৎ।’

বাংলাদেশে নির্বাচনকালীন নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে একদফার আন্দোলনে নেমেছে বিএনপি। তবে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সেই দাবি মানতে নারাজ। এই অবস্থায় বিভিন্ন দেশের কূটনীতিকরা দুই পক্ষের সঙ্গে ঘনঘন বৈঠক করছেন। কিছুদিন আগে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক হয় ঢাকায় ভারতীয় কমিশনার প্রণয় ভার্মার। ওই বৈঠকের পর বিএনপি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার আশা প্রকাশ করে। সেই প্রসঙ্গ টেনে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্রের মন্তব্য জানতে চান এক সাংবাদিক।

ওই প্রশ্নে অরিন্দম বাগচি বলেন, ‘আমরা অবশ্যই (পরিস্থিতি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব, সেখানে আমাদের হাই কমিশন রয়েছে। সেখানে শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত নির্বাচন পরিকল্পনা অনুযায়ী হোক, তা আশা করতে পারেন। তত্ত্বাবধায়ক সরকার ও অন্য সব বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

পূর্ববর্তী নিবন্ধবাড়তি দুর্ভোগ ফেরি সার্ভিসে
পরবর্তী নিবন্ধচাপ যদি থাকে সেটা বিবেকের চাপ : কাদের