নির্বাচন কমিশন থেকে মনোনয়ন নিলেন দিলীপ বড়ুয়া ও নাজিমসহ ৪জন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। (চট্টগ্রাম১ মীরসরাই) আসনে থেকে গতকাল সাম্যবাদী দলের নেতা ও সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া, হাটহাজারী আসন থেকে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যানের ভিপি নাজিম উদ্দিনসহ ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী আজাদীকে বলেন, সীতাকুণ্ড আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিন, হাটহাজারী আসন থেকে ভিপি নাজিম উদ্দিন, পটিয়া থেকে স্বতন্ত্র প্রার্থী ওসমান গনি এবং মীরসরাই আসন থেকে সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া মনোনয়নপত্র নিয়েছেন। সাম্যবাদী দল মীরসরাই উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রণজিৎ বড়ুয়া জানান, আমরা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার পক্ষে গতকাল মীরসরাই উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। এদিকে আওয়ামী লীগের একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যারা পাবেন তারাই নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র গ্রহণ করবেন।

পূর্ববর্তী নিবন্ধ২৮ নভেম্বর থেকে মাঠে নামবেন আড়াই হাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট
পরবর্তী নিবন্ধবাঁশখালী থেকে দলীয় মনোনয়নপত্র নিলেন ১৪ জন