নির্বাচনে যেভাবে ইতিহাস গড়ছেন পাকিস্তানি নারী

রেহানা মাগসি

| মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ঐতিহ্য ভেঙে প্রথম একজন নারী হিসাবে নির্বাচনে দাঁড়িয়ে ইতিহাস গড়তে চলেছেন রেহানা মাগসি। প্রভাবশালী রাজনৈতিক প্রতিপক্ষ থেকে হুমকি পাওয়ার পরও সাহসী পদক্ষেপ থেকে পিছু হটছেন না তিনি। বলেছেন, এইসব হুমকিধামকি আর আতঙ্কের কাছে তিনি মাথা নত করবেন না। পাকিস্তানে সাধারণ নির্বাচন হতে চলেছে ৮ ফেব্রুয়ারিতে। বেলুচিস্তানে নারীদের নির্বাচনে দাঁড়ানোর কোনও ঐতিহ্য নেই। মানুষজন তাই রেহানা মাগসির নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে। কেন তার পদক্ষেপ জানতে চায় তারা। খবর বিডিনিউজের।

রেহানা বলছেন, বেলুচিস্তানের পরিস্থিতির কারণেই তাকে নির্বাচনে দাঁড়াতে হচ্ছে। গোথ সারাঙ এলাকার বাসিন্দা রেহানা নির্বাচনকে সামনে রেখে প্রচার চালাচ্ছেন, বিদ্যুৎ, সড়ক, হাসপাতাল এবং স্কুলের জন্য। সেখানে না আছে কোনও সড়ক। না আছে বিদ্যুৎ। এলাকার মানুষ এবং সন্তানদের জন্য কাজ করতে তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন। কখনও বাইসাইকেলে চড়ে, কখনও পায়ে হেঁটে তিনি চালাচ্ছেন প্রচার। ঘরে ঘরে গিয়ে নারীদের সমর্থন জোগাড়ের চেষ্টা করছেন রেহানা। এর মধ্যে কেউ কেউ তাকে ভোট দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। প্রভাবপ্রতিপত্তিশালী নওয়াবদেরকেই ভোট দেবেন বলে জানাচ্ছেন কেউ কেউ।

পূর্ববর্তী নিবন্ধআট ইরাকি ব্যাংকের উপর ডলার লেনদেনে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধচিলিতে দাবানলে প্রাণহানি বেড়ে ১১২