নির্বাচনে প্রতিদ্বন্দ্বী, গণসংযোগে পরস্পরকে জড়িয়ে ধরলেন তারা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:০৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গণসংযোগে এসে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী একে অপরের প্রতি যে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন তা নজর কেড়েছে সকলের।
গত মঙ্গলবার সকালে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মো. মহিউদ্দীন মুরাদ (উড়োজাহাজ) গণসংযোগে যান উপজেলার জুলধা ডাঙ্গারচর এলাকায়। গণসংযোগের এক পর্যায়ে দেখা মিলে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জুলধা এলাকার বাসিন্দা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমির আহমদের (চশমা) সাথে। দেখা হওয়া মাত্রই একে অপরকে বুকে জড়িয়ে ধরেন। রাস্তায় দাঁড়িয়ে কুশল বিনিময়ের পর আমির আহমদ মহিউদ্দীন মুরাদকে ঘরে নিয়ে যান।
আমির আহমদ উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলধা ইউনিয়ন আ. লীগের সভাপতি। মো. মহিউদ্দীন মুরাদ উপজেলা যুবলীগের সহ-সভাপতি। ভোটের লড়াইয়ে তারা দুজন প্রতিদ্বন্দ্বী হলেও, একই রাজনৈতিক আদর্শ তাদের পরস্পরের আন্তরিকতা, ভালবাসায় ও হৃদতায় যেন কোনো প্রকারের ছিঁড় ধরাতে পারেনি।
বিষয়টি ভোটার এবং দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেশ সুনজরে দেখেন। গত দুইদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাদের পরস্পরকে জড়িয়ে ধরে কুলাকুলি ও কুশগল্পের ছবি।
দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিষয়ে ভোটাররা বলেন, দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী অত্যন্ত লাজুক ও ক্লিন ইমেজের। তারা গণসংযোগে এসে পরস্পরের প্রতি যে ভালবাসা ও আন্তরিকতা দেখালেন তা বর্তমান সমাজে বিরল ও দৃষ্ঠান্ত হয়ে থাকবে। সিরাজুল ইসলাম হৃদয় নামের এক যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ফেসবুকে এ ছবি পোস্ট দিয়ে লেখেন, এটাই নির্বাচনের সৌন্দর্য। মুখোমুখি চশমা আর উড়োজাহাজ। দিনশেষে হাসি ফুটুক প্রিয় কর্ণফুলীর।
এদিকে গতকাল বুধবার দুপুরে উড়োজাহাজ প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মহিউদ্দীন মুরাদ উপজেলার শিকলবাহায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, কর্ণফুলীর জনগণের অধিকার ও সরকার প্রদত্ত সুযোগ সুবিধার সমবন্টনের জন্য আমি এ নির্বাচনে জনগণের দাবির মুখে প্রতিদ্বন্দ্বিতা করছি। পাশাপাশি উন্নয়নের সমবন্টনের মাধ্যমে জনগণকে একটি সুন্দর কর্ণফুলী উপহার দিতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সহযোগিতায় এগিয়ে যেতে চাই।

পূর্ববর্তী নিবন্ধপ্রত্যাশার চাপে যেন হারিয়ে না যাই
পরবর্তী নিবন্ধইসিতে আবেদন, জামায়াত প্রসঙ্গ এড়িয়ে গেলেন বিডিপি নেতা