বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেছেন, জনগণের ওপর আস্থা নেই বলেই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে সরকার। ৫ জানুয়ারি ও ৩০ ডিসেম্বরের একতরফা নির্বাচন বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। এখন নির্বাচন মানে আতঙ্ক আর বিরোধী মতের ওপর মামলা-হামলা-নির্যাতন। গতকাল বুধবার বিকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার নির্বাচনকে হাস্যরসে পরিণত করেছে। প্রজাতন্ত্রের কর্মচারীদের ব্যবহার করে স্বাধীনতার চেতনাকে ধংস করে দিয়েছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, জনগণের কাঁধে বন্দুক রেখে গণতন্ত্র হরণ করা হচ্ছে। বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় সংগঠনে পরিণত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন।
বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এডভোকেট আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, আবদুল হালিম শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, নিয়াজ মো. খান, এস এম আবু্ল ফয়েজ, আবুল হাসেম, মনজুর আলম, মনজুর আলম চৌধুরী, কামরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











