নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা হোক

| শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

ক্রমবর্ধমান জনসংখ্যা এবং জীবন জীবিকায় চট্টগ্রাম ব্যস্ততম নগরী। নগরের প্রতিটি রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এর মধ্যে অন্যতম হচ্ছে শহর এলাকার পাবলিক বাস সার্ভিস ক্ষেত্রযা সাধারণ জনগণের প্রধান বাহন। এসব বাসে স্কুল কলেজগামী শিক্ষার্থী চাকরিজীবী এবং বিভিন্ন কাজকর্মে জনগণ যাতায়াত করে থাকে। এক সময় নির্ধারিত স্টপেজ ব্যতীত যাত্রী ওঠানামা হতো না। দেখা গেছে এখন শহর এলাকার বাসের নির্দিষ্ট কোনো স্টপেজ নেই। যত্রতত্র থামে, এক মাইল পথ অতিক্রম করতেই চার, পাঁচবার থেমে যাত্রী ওঠানামা করায়। অনেক সময় রাস্তার মাঝখানে বিপজ্জনক ভাবে যাত্রী নামিয়ে যানজট সৃষ্টি হয়, যানবাহনের গতিকে বাধাগ্রস্ত করে। আবার পেছন থেকে দ্রুতগামী বাহনটি কষা ব্রেকে গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয়।

এ ধরনের দুর্ঘটনায় পথচারী যাত্রী চালক তথা জানমালের ক্ষতি সাধিত হয়। তাই দুর্ঘটনা রোধ করার জন্য নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা করানো দরকার। আর যাত্রীরা নিজের সুবিধা মত স্থানে নামার জন্য অন্যায় আবদার থেকে বিরত থেকে নিরাপত্তার বিষয়টি ভাবা দরকার। এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে সড়কে সার্বিক শৃঙ্খলা এনে নিরাপদ সড়ক তৈরির জন্য ট্রাফিক পুলিশ প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

সুকান্ত দেবনাথ

নাসিরাবাদ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধওহীদুল আলম : মানবতাবাদী চেতনার কবি
পরবর্তী নিবন্ধচট্টলার সব ভালো