স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝর ৬৩টি মৌলিক গান নিয়ে যে বিশাল কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন, এবার তাতে শামিল হয়েছে দেশের তিন তারকা সংগীতশিল্পী। তারা হলেন–কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার ও সায়ান চৌধুরী অর্ণব। ‘যেটা আমাদের নিজের মতোন’ শিরোনামের গানের সংকলনে কুমার বিশ্বজিৎ, বাপ্পা ও অর্ণবের গাওয়া গানগুলোর কথা লিখেছেন নির্ঝর, সুরও করেছেন তিনি। খবর বিডিনিউজের।
‘হলফনামার হরফ গুনে, ঋণের পাখি বুঝেশুনে, দিল উড়াল যেদিকে যায় হাওয়া’–কথার গানটি গেয়েছেন কুমার বিশ্বজিৎ। গানের শিরোনাম ‘হলফনামার হরফ গুনে’। ‘কেন হাতের মুঠোর’ শিরোনামের গান শোনা যাবে বাপ্পা মজুমদারের কণ্ঠে। ‘কেন হাতের মুঠোর মধ্যেখানে কলম মৃতদেহ, কেন আদালতের মন বিভাজন শুধুই সন্দেহ’ কথায় তৈরি হয়েছে বাপ্পার গাওয়া গানটি। ‘ঝোলমাখা ঠোঁটে সূর্য কী উঠে, ওঠে দুপুরের গল্প’ কথার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব। গানের শিরোনাম ‘ঝোলমাখা ঠোঁটে’। নির্ঝর বলেছেন, ৫৪ জন শিল্পীর ৬৩ গান নিয়ে শুরু হয়েছে সংগীতের প্রকল্প। এত বড় গানের অ্যালবাম বাংলাদেশে প্রথম। ছয় মাস ধরে প্রচার হচ্ছে গানগুলো। যেটি আগামী বছর পর্যন্ত চলবে এবং এই তিন শিল্পীর গানগুলোও খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে। গত জুনে রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া ‘যেটা আমাদের নিজের মতোন’ গান দিয়ে শুরু হয় অ্যালবামের গান প্রকাশনা। ইতিমধ্যে বিভিন্ন শিল্পীর গাওয়া ৩৫টি গান প্রকাশিত হয়েছে। অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফি মণ্ডল, নবনীতা চৌধুরী, কোনালসহ আরও অনেকে।