সড়ক দুর্ঘটনা শুধু একটি দেশের প্রাণহানিই নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক ক্ষতি, সামাজিক অস্থিরতা এবং জনস্বাস্থ্যগত বিপর্যয়। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা যেন এক নিত্যদিনের খবর হয়ে উঠেছে। পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে নির্মম দুর্ঘটনার হৃদয়বিদারক চিত্র। সদ্য প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে সারা দেশে ৪০৫টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৭৭ জন মানুষ। এই করুণ চিত্র আমাদের সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা এবং নিরাপত্তা আইন প্রণয়নের ঘাটতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
ফলশ্রুতিতে, এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন একটি কার্যকর এবং সুসংহত সড়ক নিরাপত্তা ব্যবস্থা। চালকদের সঠিক প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস পরীক্ষা, পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়ক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এই সবকিছুকে সমন্বিত করে একটি সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি, আইনের বাস্তবায়নে শিথিলতা দূর করতে কঠোর নজরদারি প্রয়োজন। সেইসাথে, আইনের লঙ্ঘনকারীদের জন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।
বলা বাহুল্য, একটি নিরাপদ সড়ক শুধু দুর্ঘটনা হ্রাসই করবে না, বরং এটি জাতীয় অর্থনীতির গতি বাড়াবে এবং জনগণের জীবনমান উন্নত করবে। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে আমাদের এখনই উদ্যোগ নিতে হবে, না হলে এই সংকট আরও প্রকট হয়ে উঠবে। সরকার, সাধারণ মানুষ, চালক এবং সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের সম্মিলিত প্রয়াসেই সম্ভব একটি নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা গড়ে তোলা।
হাবিব উল্লাহ রিফাত
শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।