নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদলের মশাল মিছিল

প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবি সাধারণ শিক্ষার্থীদের

চবি প্রতিনিধি | শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা এবং প্রশাসনের ব্যর্থতার জন্য প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সন্ধ্যায় দুইটি আলাদা কর্মসূচিতে শাখা ছাত্রদল ও শিক্ষার্থীরা তাদের অভিযোগ ও দাবি তুলে ধরেন।

ছাত্রদলের মশাল মিছিল : জাতীয়তাবাদী ছাত্রদল, চবি শাখার উদ্যোগে গতকাল সন্ধ্যা ৮টায় জিরো পয়েন্ট থেকে কাটা পাহাড় রোড হয়ে প্রশাসনিক ভবনের সামনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘দফা এক দাবি একপ্রক্টরের পদত্যাগ’, ‘আমার ভাইয়ের রক্তবৃথা যেতে দেব না’, ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, প্রশাসন দায়িত্ব থেকে না সরলে ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা পদত্যাগ করাতে বাধ্য হব। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, এই ব্যক্তিদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব প্রদান করুন।

সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই। প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ, অথচ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে দায়িত্ব পালন করছে। এই ব্যর্থ প্রশাসনের দ্রুত পদত্যাগ চাই। শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি : রাত ৮টায় ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু করে কাটা পাহাড় রোড হয়ে প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয়। মিছিলে শিক্ষার্থীরা ‘১, , , প্রক্টর তুই গদি ছাড়’, ‘যে প্রক্টর আমাদের নাসে প্রক্টর মানি না’, ‘আমার ভাই আইসিইউতেপ্রশাসন নিয়োগ বোর্ডে’ সহ নানা স্লোগান দেন।

মিছিলে মোশরেফুল হক রাকিব বলেন, প্রশাসন ঘটনার দায় স্বীকার না করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমরা একত্রিত হয়েছি সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির জন্য। আহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং প্রশাসনের ব্যর্থতা সারা দেশের কাছে স্বীকার করতে হবে।

শিক্ষার্থীরা প্রশাসনের পদত্যাগ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা প্রক্টর অফিসের দেয়ালে লাল রং মেরে প্রতিবাদ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৭টি অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত, মামলা
পরবর্তী নিবন্ধএইচআইভি চিকিৎসায় সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে