জীবনের নিরাপত্তা চেয়ে নগরীর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হেফাজতের আমির শাহ আহমদ শফী হত্যা মামলার বাদী মোহাম্মদ মাঈন উদ্দিন। গতকাল রোববার বিকালের দিকে এ জিডি (নং ৮১) করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই জিডি করেছেন। আমরা তদন্ত করে দেখব এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
২০২০ সালের ১৭ ডিসেম্বর আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক ছিল না। তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় গত ১২ এপ্রিল হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ জনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই।












