নিরব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ইস্পাহানি একাডেমির জয়

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

এস এস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টের ‘এফ’ গ্রুপের ম্যাচে ইস্পাহানী ক্রিকেট একাডেমি ৪ উইকেটে মিলেনিয়াম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে মিলেনিয়াম একাডেমি ৩২.২ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৫০ রান করে। দলের আহাদ ৪৭, আশিক ৩২ রান করে। ইস্পাহানি একাডেমির সরফরাজ নেওয়াজ তানভী ৪টি উইকেট নেয়। জবাবে ইস্পাহানি একাডেমি ৩৯.৩ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে নেয়। দলের সাজ্জাদ হোসেন ৫০ রান করে। মিলেনিয়াম একাডেমির মেহেদী হাসান ২টি উইকেট নেয়। ম্যান অফ দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের তানভী। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার ও এস এস ক্রিকেট একাডেমির পরিচালক সুমন ধর।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলে নোয়াখালী এক্সপ্রেসে খেলবেন সৌম্য-হাসান
পরবর্তী নিবন্ধপটিয়ায় লিজেন্সি লায়ন্স রাম্বেল কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন