এস এস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টের ৫ম ম্যাচে চট্টগ্রাম ইয়ুথ একাডেমি ৬৫ রানে জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে চট্টগ্রাম ইয়ুথ একাডেমি ৩৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৪ রান করে। দলের আবিদ ৫৭ ও মীর হোসেন ২৩ রান করে। এম এস একাডেমির অনিন্দ্য ও নাঈম ২টি করে উইকেট নেয়। জবাবে এম এস একাডেমি ২৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১০৯ রান করতে সমর্থ হয়। দলের অনিন্দ্য ২৫ ও নাঈম ১৬ রান করে। চট্টগ্রাম ইয়ুথ একাডেমি সাকিব ৫ টি ও ফাহিম ২টি করে উইকেট নেয়। ম্যান অফ দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের মো. সাকিব হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কন্টাক্টর সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ও এস এস ক্লাবের উপদেষ্টা বায়েজিদ ঢালি মিন্টু।












