নিরব স্মৃতি অনূর্ধ্ব -১৮ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম ক্রিকেট একাডেমি

| বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ

এস এস ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি অনূর্ধ্ব১৬ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনালে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি (সিসিএ) ২৮ রানে বেসিক ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। চট্টগ্রাম ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে জয় ৩৪ ও মাসুদ ৩৪ রান করে। বেসিক ক্রিকেট একাডেমির পক্ষে ইব্রাহিম ৩টি ও সিয়াম ২টি উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নামা বেসিক ক্রিকেট একাডেমি ১৮ ওভারে ১০৩ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সৈকত ২৮ রান করে। চট্টগ্রাম ক্রিকেট একাডেমির পক্ষে নুর ৩টি উইকেট লাভ করে। ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছে চট্টগ্রাম ক্রিকেট একাডেমির নুর হোসেন। সেরা বোলার ইব্রাহিম ও সেরা ব্যাটার আব্দুল্লাহীল মাসুদ। খেলা শেষে চট্টগ্রাম কোচেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় কোচ মোমিনুল হক প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। আর ডি নাথ কাজল এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম কোচেস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ফারুক হোসেন টিটু, ক্রিকেট কোচ আমিনুল হক, ফয়েজউল্লাহ্‌ সুমন ও টূর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ তানভীর।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধউইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেলেন তাসকিন