নিরব স্মৃতি অনূর্ধ্ব -১৬ ক্রিকেট টুর্নামেন্টে ব্রাদার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

এস এস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম ক্রিকেট একাডেমিকে ৮৮ রানে হারিয়ে ব্রাদার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। ব্রাদার্স ক্রিকেট একাডেমি ২০ ওভার খেলে ৩ উইকেটে ২৩৬ রান করে। দলের মিফতাউল আলম ১১১ ও আসার্দুল হক ১০১ রান করেন। চট্টগ্রাম ক্রিকেট একাডেমির নবিন, রাকিব,ওয়াসি ১টি করে উইকেট নেন। জবাবে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৪৬ রান করে। দলের ওয়াসি ৩০ রান ও গোপাল ২৭ রান করেন। ব্রাদার্স ক্রিকেট একাডেমির আর্সাদুল হক ও মিফতাউল আলম ৩টি করে উইকেট নেন। ম্যান অফ দ্যা ফাইনাল মিফতাউল আলম, সেরা বোলার আর্সাদুল হক ও ব্যাটার আওসাফ খান। খেলা শেষে চট্টগ্রাম কোচেস এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাইফুল্লাহ চৌধুরী প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম কোচেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিভাগীয় কোচ মোমিনুল হক, অর্থ সম্পাদক মাসুমদ্দৌলা, দপ্তর সম্পাদক ফারুক হোসেন টিটু, ক্রিকেট কোচ আমিনুল হক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. তানভীর।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় ক্রীড়া পক্ষের উদ্বোধন
পরবর্তী নিবন্ধআলো সিঁড়ি ক্লাব দিবারাত্রি গোল্ডকাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন