নিরবের নায়িকা চমক

| রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

সমপ্রতি অনুদানের নতুন সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব। সিনেমার নাম ‘জয় বাংলা ধ্বনি’। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে এটি তৈরি হচ্ছে। সিনেমায় নিরবের নায়িকা হিসাবে প্রথমে নেওয়া হয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। কিন্তু ব্যক্তিগত কারণে সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি। তার স্থানে সিনেমাটিতে যুক্ত করা হয়েছে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে।

জানা যায়, ১ লা নভেম্বর থেকে মাদারীপুরের পদ্মার চরে নিরব-চমক শুটিংয়ে অংশ নিয়েছেন। এতে নিরবের চরিত্রের দুটি বয়স দেখানো হবে, একটি ৭১ সালের যুবক, আরেকটি ২০২২ সালের বয়োবৃদ্ধ। চমকও দুটি বয়সে পর্দায় হাজির হবেন। তাদের দুজনের একটি লক্ষ্যে ‘জয় বাংলা’ স্লোগান সবার মধ্যে ছড়িয়ে দেওয়া।

‘জয় বাংলার ধ্বনি’ নির্মাণ করছেন খ.ম. খুরশীদ। সিনেমার কাহিনি লিখেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি।

পূর্ববর্তী নিবন্ধআবাসন খাতের ধারণা পাল্টে দিয়েছে সানম্যার
পরবর্তী নিবন্ধআইসিইউতে গায়ক আকবর