নিরপেক্ষ তদন্ত ও হামলায় জড়িতদের বিচার দাবি বাম গণতান্ত্রিক জোটের

চবির ঘটনা

| সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শফি উদ্দিন কবির আবিদ এবং সদস্য অশোক সাহা, অধ্যাপক মো. জাহাঙ্গীর, আলকাদেরি জয়, আহমদ জসিম, জাহেদুন্নবী কনক গতকাল গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, এক ছাত্রীকে কটেজের দারোয়ান কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষ শুরু হয়। পরে স্থানীয় সন্ত্রাসীরা চবির ছাত্রদের ওপর সশস্ত্র হামলা করে। গত রাতের (শনিবার) ঘটনাকে কেন্দ্র করে আজ (রোববার) সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলেও আলোচনা করে তা শান্ত ও নিয়ন্ত্রিত রাখতে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়।

নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রশ্ন হলো, পাশে হাটহাজারী পুলিশ ক্যাম্প ও অদূরে সেনা ক্যাম্প অবস্থিত হলেও সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ঘটনাস্থলে তাদের উপস্থিতি ছিল না কেন? ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে কীভাবে এ রকম রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হলো? কেন উভয় প্রশাসন নিষ্ক্রিয় ছিল? এর পেছনে কোনো রাজনৈতিক মহল যুক্ত কিনা ইত্যাদি তদন্ত হতে হবে। নেতৃবৃন্দ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সাথে জড়িত ও উস্কানিদাতাদের বিচার ও শাস্তির দাবি জানান এবং আহতদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসদস্য নবায়নের মাধ্যমে ৩১দফা বাস্তবায়নে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ