শুনো, আমার নিরঞ্জন, তোমাকেই আমি ডাকি,
দেখেছো কি তুমি এই প্রেমের তপস্যা আঁকি?
নিশীথ গগনে আজ চন্দ্রও হয়েছে সাক্ষী,
তোমায় হৃদয়ে ধরে, আমি শুধু তোমাকেই রাখি।
আমার মগ্নতা আজ নাম ধরে শুধু ফেরে,
তোমারই কারণে আলো আসে এই জীবনের তীরে।
নির্মল তুমি, তাই নিষ্কলুষ এই চাওয়া,
তোমাতেই পূর্ণ হোক জীবনের পাওয়া–না–পাওয়া।
আলোহীন রাতে যখন তারা জ্বলে একা,
জানিয়ে দিই নিরঞ্জন, শুধু তোমাকেই দেখা।
এই যে হৃদয়ের ভক্তি, এই যে নীরব পূজা
তোমার জন্যেই, প্রিয়, আমার সকল গাঁথা–গুঁজা।
আমিই তোমার সেই প্রেমিকা, যে শুধু তোমারই মগ্ন,
আমার সাধনা দেখো, কতখানি সুগভীর, কতখানি ভিন্ন।
তাই তো এ নিবেদন, এ প্রণয় করো গ্রহণ,
নিরঞ্জন নামে আমি তোমাকেই করি স্মরণ।












