নিয়মিতই বাজে রিভিউ নিয়ে থাকে বাংলাদেশ : বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

কুশল মেন্ডিসের ব্যাটের মাঝখানে লেগেছিল বলটা। স্লিপেই তখন দাঁড়িয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটরক্ষক লিটন দাস বা তাইজুল ইসলাম খুব একটা আগ্রহী না হলেও অধিনায়ক চাইলেন রিভিউ নিতে। স্টাম্প মাইকে শোনা যাচ্ছিল, তার বিশ্বাস ছিল বল লেগেছে পায়ে। পরে অবশ্য রিভিউতে স্পষ্ট হয়েছে, ব্যাটের মাঝখানে লেগেছে বলটি। বাংলাদেশের জন্য এমন কিছু অবশ্য নতুন নয়। নিয়মিতই বাজে রিভিউ নিয়ে থাকে বাংলাদেশ। তবে রিভিউ নেওয়ার পদ্ধতি বদলাতে হবে বলে মনে করেন জাতীয় দলের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। তিনি বলেন, ‘এটা এমন একটা ব্যাপার, যা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা রিভিউতে খুব বেশি ভালো না, এটা একদম পরিষ্কার। এখন পর্যন্ত আমরা রিভিউতে ভয়াবহ খারাপ। আমাদের আরও অনেক ভালো একটা মেথড তৈরি করতে হবে। এটা হতে পারে যে অধিনায়ক ও উইকেটরক্ষকের ওপর পুরোপুরি ছেড়ে দেওয়া। হয়তো পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার থাকতে পারেন।’ ‘এখন আমরা যেভাবে রিভিউ নিচ্ছি, সেটা কাজ করছে না। এই মুহূর্তে মনে হয় ফ্যাক্টের চেয়ে আবেগটাই প্রাধান্য পাচ্ছে। বলটা ব্যাটের মাঝখানে লেগেছে, এটা ভালো রিভিউ না।

একই সঙ্গে আমি এটাও চাই না রিভিউ নিতে ওরা ভয় পাক। আমাদের কেবল ভালো একটা পদ্ধতি খুঁজে বের করতে হবে।’ প্রথম দিন শেষে কতটা সন্তুষ্ট বাংলাদেশ এ প্রশ্নে অ্যাডামস বলেন, ‘কিছুটা। আমরা সকালে সুযোগ তৈরি করেছি কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। প্রথম টেস্টেও একই ব্যাপার হয়েছে যখন আমরা প্রথম সেশনে পাঁচ উইকেট নিয়েছিলাম। আমার মনে হয় হাসান দুর্দান্ত বল করেছে। আমরা যদি ক্যাচ ছাড়তে থাকি, এটা আমাদের ভোগাবে।’

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগে বার্ডস স্পোর্টিং ক্লাবের প্রথম জয়
পরবর্তী নিবন্ধরোমাঞ্চকর জয়ে টানা ছয় মুক্তিযোদ্ধার