নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের নিচে আরোহী

সাগরিকা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীর সাগরিকা মোড়ে কাভার্ড ভ্যান চাপায় প্রিয়তোষ বণিক (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন প্রিয়তোষ।

তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রিয়তোষ বণিক মারা যান।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে ১০ দিনে ৬৮৮ কচ্ছপ ছানা সাগরে অবমুক্ত
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিলে পুলিশের বাধা