নিমতলায় অগ্নিকাণ্ডে ৫ কাঠের গুদাম ভস্মীভূত

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন নিমতলা এলাকায় অগ্নিকাণ্ডে ৫টি কাঠের গুদাম ভস্মীভূত হয়েছে। গতকাল রোববার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাশ জানান, নিমতলা কলোনিসহ সেখানকার আবাসিক এলাকার মধ্যে থাকা কাঠের গুদামে রোববার
ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায়, পাঁচটি কাঠের গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুন লাগার সংবাদ পেয়ে বন্দর ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের কর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় নিমতলা বস্তি এবং কয়েকটি আবাসিক ভবন আগুন থেকে রক্ষা পেয়েছে বলে জানান তিনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত করার পর জানা যাবে।
এদিকে, অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন কাঠ ব্যবসায়ীরা। ব্যবসায়ী মো. হেলাল বলছেন, কাঠের পাশাপাশি তারা বিভিন্ন বোর্ডসহ নানা ধরনের সামগ্রী গুদামে মজুদ করে রেখেছিলেন। আগুনে সব ভস্মীভূত হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসির সূচি চূড়ান্ত হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধরিকশা ছিনতাই করতে চালককে খুন