মণিরাজ
আলস্য ভীষণভাবে গ্রাস করে নিচ্ছে আমাকে
নিমগ্নতায় ডুবে যেতে যেতে ভাবছি
সেই ভোর,
ভীড়ের মধ্যে নিজেদের আলাদা জগৎ,
সেই ক্ষুধার্ত সন্ধ্যা,
দূরে থেকেও তুমি ভীষণভাবে কাছে রয়েছো
হৃদয়ের পুরোটা জড়িয়ে ধরেছে তোমার সত্তা
এ এক অসীম ক্ষমতা তোমার।
অথচ আমার আলস্য আর ক্লান্তি
তোমার মনে ভুল বসতি গেড়েছে।
ভাবনা প্রসবে আমার বড্ড অনীহা
ক্ষমা করো আমার উদাসীনতা।