আষাঢ়–শ্রাবণ মেয়ের চলন বলন একই ধারা
একসাথে খায় ঘুমোয়–জাগে একসাথে রয় তারা।
আকাশ জুড়ে ঘন জমাট মেঘের কালো রাত
রঙ তুলিতে আষাঢ় মেয়ের দারুণ আঁকার হাত।
গাঁয়ের পাশে বয়ে যাওয়া হালদা নদীর বাঁকে
মেঘ থেকে রুম ঝুম বৃষ্টি তার তুলিতে আঁকে।
টিনের চালে মিষ্টি মধুর রিম ঝিম ঝিম গান
ঝুপ ঝুপ ছন–ছানির উপর শব্দ তুলির টান।
শ্রাবণ মেয়েও কম কিসে ধান ক্ষেতের ভেজা ছবি
আঁকছে ভেজা বাগানে ফুল নানান ফসল সব–ই।
টিপ টিপ টিপ আঁকছে ভেজা পাতার বুকে সুর
বৃষ্টিস্নাত জলের গাঁয়ের পথটা বহুদূর।
ঝম ঝম ঝম আঁকছে পাকা রাস্তা–দালান ঘর
আষাঢ়–শ্রাবণ আঁকিয়ে মেয়ে নিপূণ চিত্রকর।