নিপার ঝুলিতে এখন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

| মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৯:১৭ পূর্বাহ্ণ

পর পর দুটি রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। তার গড়া এ রেকর্ড নিয়ে বেজায় খুশি স্বজনরা। আর বাংলাদেশে নারী হিসেবে নিপাই দুই দুই বার বিশ্ব রেকর্ড গড়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা বরিশাল জুড়ে। নিপা বরিশাল নগরের কলেজ রোড এলাকার বাসিন্দা। সে নগরের এ.আর.এস মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। পাশাপাশি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স করে বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করছেন। জানা গেছে, প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছিলেন নিপা, আর এবারে চপস্টিক দিয়ে ভাত খেয়ে নতুন আর একটি রেকর্ড গড়লেন। এবারে মিনিটে একটি একটি করে ২৭টি ভাত খেয়ে ৮ বছর পর ইতালির নাগরিকের রেকর্ড ভেঙেছেন বাংলাদেশের নিপা। এর আগের বারেও ইতালির নাগরিককেই পেছনে ফেলেছিলেন তিনি। খবর বাংলানিউজের

নুসরাত জাহান নিপা জানান, ২০২২ সালে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড করেছিলাম। এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন, আর সেই রেকর্ডটিও ভেঙেছি আমি। কয়েন দিয়ে বিশ্বরেকর্ডের থেকে চপস্টিক দিয়ে বিশ্বরেকর্ড করাটা বেশ কঠিন ছিল। অনেক প্র্যাকটিস ও করতে হয়েছে। তবে এবারে যাচাই বাছাই শেষে সার্টিফিকেট পেতে অনেকটা সময় লেগেছে। নিপা বলেন, প্রথম রেকর্ড করার পর মানুষ নানা ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করতো। তবে সেসব কিছু পাত্তা না দিয়ে আমি আমার কাজ চালিয়ে গেছি। মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি। সামনে নতুন কিছু করার চেষ্টা করবো। বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো।

উল্লেখ্য, নিপা একটি রেকর্ড ২০২২ সালে এবং অপরটি ২০২৩ সালের মার্চের দিকে করলেও সার্টিফিকেট পেয়েছেন ডিসেম্বরে।

পূর্ববর্তী নিবন্ধকালিয়াইশে রজভীয়া হাকিমিয়া ইসলামীয়া সুন্নিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের আনন্দ সম্মিলন