নিন্দা জানিয়ে বিএমএর বিবৃতি

ডা. মিজানের ওপর হামলা-মামলা

| শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ৭:১৬ পূর্বাহ্ণ

ডা. মিজানুর রহমান চৌধুরীর উপর হামলা ও মামলার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গণমাধ্যমে একটি লিখিত বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তারা উল্লেখ করেন- চট্টগ্রাম মেডিকেল কলেজ অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান চৌধুরীর উপর দর্শনার্থীর হামলার ঘটনায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। গত ৩ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে কতিপয় সহযোগীসহ মো. রিয়াজুল ইসলাম নামে এক রোগীর স্বজন ডা. মিজানুর রহমান চৌধুরীর উপর আক্রমণ করে। পরবর্তীতে উক্ত আক্রমণকারী সরকারের উপসচিব পদধারী তার এক আত্মীয়ের নাম উল্লেখ করে চিকিৎসককে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে। একজন সরকারি চিকিৎসকের ডিউটিকালীন সরকারি কাজে বাধা প্রদান করার পর গত ৫ জুলাই উক্ত ব্যক্তি চিকিৎসকের বিরুদ্ধে নারী নির্যাতনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে একটি মামলা দায়ের করে। আক্রমণকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও চিকিৎসকের বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে বিএমএ।

পূর্ববর্তী নিবন্ধবাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধব্যবসায়ীর ৫ মাসের সাজা