নিত্যপণ্যের বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই

ইফতার সামগ্রী বিতরণকালে ডা. শাহাদাত

| বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৯:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নিত্যপণ্যের বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। রোজার শুরুতেই বাজারে চলছে এক ধরনের অরাজকতা। দুর্নীতির কারণে দ্রব্যমূল্য এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে, প্রতিটি ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ জিনিসপত্রের দাম বেড়ে গেছে। বাজারের ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। তারা কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। কোথাও কোনো জবাবদিহিতা নেই। চরম দুর্নীতির প্রভাব বাজারে গিয়ে পড়ছে। লাগামহীনভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় জনগণকে তার মাশুল দিতে হচ্ছে।

তিনি গতকাল বুধবার দুপুরে রমজান উপলক্ষে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহানগর বিএনপি নেতা হামিদ হোসাইন। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সেলিম খান, সহ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী মিন্টু, মো. সালাউদ্দীন, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. ওয়াসিম, কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, যুবদল নেতা আশরাফ উদ্দিন, মো. সাইফুল্লাহ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এন মো. রিমন, কোতায়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা নূরুল আলম, মো. সুমন, ছাত্রনেতা মো. শাওন, মো. আরাফাত, মো. মানিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ঝুঁকি নিয়ে ১৬শ’ শিক্ষার্থীর রাস্তা পারাপার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভা