রমজান মাসে বাজারে নানা পণ্যের চাহিদা অন্য সময়ের চেয়ে বেশি থাকে। সেই সুযোগে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি ও দাম বৃদ্ধি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চক্র। ফলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষের জীবন–জীবিকা নির্বাহ হয়ে উঠে অত্যন্ত কঠিন। এবারও বেড়ে গেছে চাল, ডাল, মুরগিসহ নিত্যপণ্যের দাম। এই অবস্থায় বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা শাখা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে কঠোর তদারকির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
সংগঠনের সভাপতি সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক মোহাম্মদ লিপটন, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সুজিত দাশ অপু, আইনজীবী সবুজ তালুকদার, প্রধান শিক্ষক কমলেশ ধর, সাংবাদিক রোকন উদ্দীন আহমদ, সাংবাদিক বশির আল মামুন, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম জসিম উদ্দিন, পরিমল দত্ত, রূপংকর পাল, সবুজ চৌধুরী রকি প্রমুখ এ আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।