চট্টগ্রাম সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বহদ্দারহাট, চান্দগাঁও থানা ও খাজা রোড এলাকায় নিজ হাতে পোস্টার অপসারণ করেন তিনি।
রেজাউল করিম চৌধুরী বলেন, নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমি উদ্যোগ নেব। চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে পোস্টার অপসারণের ব্যাপারে বলা হয়েছে। একইসঙ্গে নব-নির্বাচিত কাউন্সিলরদেরও নিজ নিজ এলাকা থেকে আজ ও আগামীকালের মধ্যে সব পোস্টার অপসারণ করতে বলা হয়েছে। তিনি ক্লিন ও গ্রিন সিটি গড়তে সবার সহায়তা কামনা করেন।
পোস্টার অপসারণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের নির্বাচিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুর রহিম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুর মোহাম্মদ নুরু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আইয়ুব খান, ৭ নং যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক এম এ আজিজ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।