চন্দনাইশে নিজ অর্থায়নে অসহায় ও দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন জসিম উদ্দীন আহমদ। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২১ জনের বিয়ে নিজ আঙিনায় আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছেন। গত ১ মার্চ শুক্রবারও ২ জনের বিয়ের আয়োজন করেন বদুরপাড়াস্থ নিজ আঙিনায়। বর যাত্রীদের খাওয়ার আয়োজন, বরের চাহিদা মতো জিনিসপত্র প্রদানসহ সবকিছুই করেন তিনি। গত শুক্রবার উপজেলার পূর্ব হাছনদন্ডি এলাকার মো. ফারুক ও রাজু আকতার রিয়া এবং উত্তর গাছবাড়িয়া এলাকার নাঈম উদ্দীন ও রাবিয়া বেগমের বিয়ে সম্পন্ন করেন। দুটি বিয়েতে বরযাত্রী ছিল সাড়ে ৩শ জন।
গরীব, অসহায় পরিবারের মেয়ের বিয়ে আয়োজনের উদ্যোক্তা জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দীন আহমদ জানান, তিনি প্রথম ধাপে ১০০ জন দরিদ্র, অসহায় ও পিতৃহীন মেয়ের বিয়ের উদ্যোগ গ্রহণ করেন। ইতোমধ্যে ২১ জনের বিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছেন। তিনি তার নিজ আঙিনায় বর–কনে ও আত্মীয়–স্বজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সবগুলো বিয়ে সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি এলাকার গরীব ছেলে–মেয়েদের পড়া–লেখা, অর্থের অভাবে যারা চিকিৎসা করতে পারেননা তাদের চিকিৎসার ব্যবস্থাসহ নানা মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি তার এ মানবিক কাজ চালিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।