নিজের ‘মৃত্যুর খবর’ দেওয়ার পর হাসপাতালে তসলিমা নাসরিন

| মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতে বসবাসরত বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। তসলিমার অসুস্থতার খবর জানা গেল ফেসবুকে তার পোস্ট করা দুটি ছবি থেকে। খবর বিডিনিউজের।

গত রোববার রাতে পোস্ট করা ওই ছবি দুটিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তসলিমা। একটি ছবিতে তাকে ঘিরে আরও পাঁচজন দাঁড়িয়ে আছেন। তবে কী অসুখে হাসপাতালে যেতে হল এই লেখককে, তা তিনি স্পষ্ট করেননি।

আনন্দবাজার লিখেছে, কয়েকদিন ধরে ‘অদ্ভুত’ সব বার্তা ফেসবুকে পোস্ট করে যাচ্ছিলেন তসলিমা। শনিবার নিজের মৃত্যুর খবর দিয়ে একটি পোস্ট করেন তিনি। এছাড়া দিল্লির একটি হাসপাতালে মরণোত্তর দেহদানের নথিও তসলিমা শেয়ার করেছেন ফেসবুকে। তার একটিতে লেখা আছে, মৃত্যুর পরে যেন তার শেষ ইচ্ছা অনুযায়ী হাসপাতালে খবর দেওয়া হয়, কারণ তার দেহ দান করা আছে।

এর আগে অবশ্য জানা যায়, তসলিমা ওজন কমাচ্ছেন। একটি ছবি পোস্ট করে তসলিমা লিখেছিলেন, অনেক চেষ্টা করে আট মাসে ওজন ৮০ কেজি থেকে পঞ্চাশের ঘরে এনেছেন।

তসলিমার অসুস্থতার খবরে অনেকে ধারণা করছেন, ওজন কমানোর চেষ্টা থেকেই হয়তো অসুস্থ হয়ে পড়েছেন এই লেখক। কমেন্ট বক্সে সেই ধারণার কথাই জানিয়েছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধবিবাদীদের ‘সমঝোতার সুযোগ দিয়েছে’ নিউ ইয়র্কের আদালত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে হারিয়ে প্রথম জয় কুমিল্লার