নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবিতে কথা বলতে চান হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:৩৫ পূর্বাহ্ণ

দেশের রাজনৈতিক পটপরিবর্তনে ক্রিকেট বোর্ডেও পরিবর্তনের পর অনিশ্চয়তায় চান্দিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ। নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, হাথুরুসিংহেকে কোচ দেখতে চান না তিনি। আর শ্রীলঙ্কান কোচ এ বিষয়ে মন্তব্য করার আগে কথা বলতে চান বিসিবির নেতৃত্বস্থানীয়দের সঙ্গে। সাবেক সভাপতি নাজমুল হাসান লাপাত্তা হওয়ার পর গত ২১ অগাস্ট ডাকা বোর্ডের জরুরি সভায় নতুন সভাপতি নির্বাচিত হন ফারুক। সেদিনই সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাথুরুসিংহের ব্যাপারে আগের অবস্থানেই আছেন। আগের অবস্থান বলতে তিনি বুঝিয়েছেন, হাথরুসিংহেকে বাংলাদেশের কোচের দায়িত্বে রাখার কোনো কারণ তিনি দেখেন না। গুরুদায়িত্ব পাওয়ার পর ভাবনায় কোনো বদল আসেনি ফারুকের। তবে নিজ থেকে সিদ্ধান্ত না নিয়ে, হাথুরুসিংহের চুক্তির সব দিক বিবেচনা করে ও সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে যে কোনো পদক্ষেপের কথা বলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক। ফারুকের ওই সংবাদ সম্মেলনের দিনই শুরু হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট। যেখানে শেষ পর্যন্ত ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এবার প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি তাদের। তবু দ্বিতীয় ম্যাচের আগের দিন গতকাল বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে মাঠের খেলার বদলে প্রথম প্রশ্নই এলো, বিসিবির নতুন সভাপতির করা মন্তব্য নিয়ে। হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়, সম্ভাব্য শেষ ম্যাচের আগে তার অনুভূতি কী।

উত্তরে যতটা সম্ভব স্বাভাবিক থেকে বিসিবির কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগ চান বাংলাদেশের প্রধান কোচ। তিনি বলেণ আমি বুঝতে পারছি যে, নেতৃত্বে কিছু নতুন মুখ এসেছে। তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছি। তবে আমি বাংলাদেশে গিয়ে তাদের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় আছি। আমার কাজ হলো, দলকে সর্বোচ্চ ভালোভাবে প্রস্তুত করা। গত কয়েক মাসে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, সামনের ম্যাচের জন্যও এর ব্যতিক্রম নয়। আমরা একইরকম মনোযোগ রেখেছি। নিজের ভবিষ্যৎ ঘিরে একধরনের অনিশ্চয়তা দেখা দিলেও, এর কোনো প্রভাব দলের ওপর পড়েনি বলে জানান হাথুরুসিংহে। আমাদের দলের মনস্তাাত্তিক অবস্থা বেশ ভালো। অবশ্যই পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো সহজ কাজ নয়। তারা অনেক ভালো দল। এখনও আমরা দ্বিতীয় ম্যাচে অনেক লড়াই আশা করছি। তবে আমাদের দলের আবহ চনমনে আছে।

প্রথম ম্যাচ জিতে যাওয়ায় কিছুটা নির্ভার থাকার সুযোগ থাকছে বাংলাদেশের। কেননা পরের ম্যাচ হেরে গেলেও সিরিজ হারার কোনো ভয় নেই। বরং কোনোরকম ড্র করতে পারলেই প্রথমবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে তারা। তবে মোটেও নির্ভার হতে চান না হাথুরুসিংহে। বরং একই মানসিকতা ধরে রেখে জয়ের পরিকল্পনা সাজানোর কথাই বলেন বাংলাদেশ কোচ। তিনি বলেণ আমরা সবসময় আক্রমণাত্মক পরিকল্পনায় যাব। কন্ডিশনভেদে অনেক সময় পরিকল্পনায় পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গা, সীমাবদ্ধতা জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাও জানা আমাদের। পিচ, কন্ডিশনসহ সবকিছু বিবেচনা করেই আমরা কৌশলের ব্যাপারে চিন্তা করে থাকি।

পূর্ববর্তী নিবন্ধসাফের ট্রফি নিয়ে দেশে ফিরল বাংলাদেশের যুবারা
পরবর্তী নিবন্ধঅবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি ক্যাবের