নিজের বিলবোর্ড নিজেই সরালেন লায়ন হেলাল

আনোয়ারা-কর্ণফুলীতে সড়কের সৌন্দর্য ফেরানোর উদ্যোগ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

নিজের নামে দেয়া রাজনৈতিক বিলবোর্ড ও ফেস্টুন অপসারণের মধ্য দিয়ে সড়কমহাসড়কের সৌন্দর্য ফেরাতে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ কার্যক্রম শুরু করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল শনিবার কর্ণফুলী ও আনোয়ারার বিভিন্ন মোড় থেকে ফেস্টুনব্যানার উচ্ছেদ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ঢাকা ছিল আনোয়ারা ও কর্ণফুলী অঞ্চলের প্রতিটি সড়কমহাসড়ক, উপজেলাপৌরসভা ও আশপাশের এলাকার প্রায় প্রতিটি মোড় ও দেয়াল। অপরিকল্পিতভাবে স্থাপন করা ডিজিটাল ব্যানারবিলবোর্ড এর কারণে দৃষ্টিকটু লাগে পুরো এলাকা। এতে ঢাকা পড়ে প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্য। এমন পরিস্থিতিতে এলাকার সৌন্দর্য ফেরাতে গতকাল নিজেই মাঠে নামেন লায়ন হেলাল উদ্দিন।

বিলবোর্ড অপসারণের সময় তিনি বলেন, বিলবোর্ড নয়, সৌন্দর্য হোক আমাদের পরিচয়। বিলবোর্ড সরিয়ে প্রকৃতিকে শ্বাস নিতে দিন। এসময় লায়ন হেলাল এলাকাজুড়ে সরকারিবেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের ব্যানারবিলবোর্ডে দৃষ্টিনন্দন পরিবেশ নষ্ট হয়ে গেছে উল্লেখ করে তা অপসারণে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

বিলবোর্ড অপসারণের উদ্যোগের প্রশংসা করে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মে. ফৌজুল কবির ফজলু আজাদীকে বলেন, এটা প্রশংসনীয় উদ্যোগ। রাজনৈতিক নেতাদের এমন সচেতন পদক্ষেপ অন্যদেরও অনুপ্রাণিত করবে। রায়হান নামে এক পথচারী বলেন, এলাকার রাস্তা ও বাজারগুলো এখন অনেক পরিচ্ছন্ন দেখাচ্ছে। আশা করছি এখন থেকে স্থানীয় প্রশাসনও বিএনপির দেখানো পথ ধরে এলাকার সৌন্দর্য রক্ষায় সচেষ্ট থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, এম মনছুর উদ্দিন, বিএনপি নেতা আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, লুৎফর এনাম চৌধুরী টিটু, রফিক ডিলার, মোজাম্মেল হক, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, বিএনপি নেতা মামুন খান আখতারুজ্জামান, আনোয়ারা উপজেলা যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, আমিন, আলম, মাবুদ, আরিফ, সেলিম, ফরহাদ, আবু তৈয়ব মাহির, বাবলু হোসেন, এরশাদ, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, মোফাচ্ছল হোসেন জুয়েল, শফিউল আলম চৌধুরী, শাহেদ, আনোয়ারা কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান, ইমরান, মাহিম, তারেক।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের অভিষেক