নিজের গবেষণায় মস্তিষ্কের ক্যান্সার থেকে মুক্তি পেলেন চিকিৎসক

| বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার চিকিৎসক রিচার্ড স্কোলিয়ার তার গ্লিওব্লাস্টোমা ব্রেন ক্যান্সারের জন্য বিশ্বের প্রথম চিকিৎসা নেওয়ার একবছর পর ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন। নামকরা রোগতত্ত্ববিদ অধ্যাপক স্কোলিয়ার মেলানোমা নিয়ে তার নিজস্ব গবেষণার ভিত্তিতে চিকিৎসা করে গ্লিওব্লাস্টোমার চতুর্থ পর্যায় থেকে সুস্থ হয়ে উঠেছেন। সোমবার এ চিকিৎসক তার পরীক্ষামূলক এই চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছেন। সঙ্গে দিয়েছেন সামপ্রতিক এমআইআর স্ক্যানের দুটো ছবিও। গ্লিওব্লাস্টোমা নামক এই সাবটাইপ মস্তিস্কের ক্যান্সার অনেক বেশি আক্রমণাত্মক। এ ক্যান্সারে আক্রান্ত রোগীরা এক বছরেরও কম সময় বাঁচেন। খবর বিডিনিউজের। এক বছর চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার ৫৭ বছর বয়সী চিকিৎসক রিচার্ড স্কোলিয়ার ঘোষণা দিয়ে জানান, তার সর্বশেষ এমআরআই স্ক্যানে ক্যান্সার টিউমার আর ফিরে আসতে দেখা যায়নি। তিনি বলেন, সত্যি বলতে আমি আগের যে কোনও এমআরআই স্ক্যানের চেয়ে এবার বেশি নার্ভাস ছিলাম। এখন আমি আনন্দিত। তিনি বলেন, ক্যান্সার একেবারে ভালো হয়ে গেছে তেমন নিশ্চয়তা দেওয়া না গেলেও ক্যান্সার টিউমার এখন পর্যন্ত আর ফিরে আসেনি সেটাই আশাব্যাঞ্জক ব্যাপার। এতে পরিবারের সঙ্গে হাসিখুশিভাবে জীবন কাটানোর আরও কিছুটা সময় পাওয়া গেল।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৬০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন