সদ্যই প্রথম সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি। তারকা এ জুটির ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। তবে ভুমিষ্ঠ হওয়া এই শিশু নিয়ে সতর্ক তারা। বিশেষ করে পাপারাজ্জিদের প্রতি আহ্বান জানান, তাদের সনন্তনের যেন কোনো ছবি তোলা না হয়। এর আগে গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের সন্তান হওয়ার খবর জানান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলি এবং মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে তিনি নিশ্চিত করেন। তবে সন্তানের গোপনীয়তা রক্ষা করতে এবার তারকা এই দম্পতি পাপারাজ্জিদের প্রতি অনুরোধ জানিয়েছেন। সবার ভালোবাসার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা। এই যুগল এক বিবৃতিতে বলেন, বাবা-মা হিসেবে আমরা সবার প্রতি ছোট একটি অনুরোধ করছি। আমরা আমাদের সন্তানের গোপনীয়তা রক্ষা করতে চাই এবং এর জন্য সবার সহযোগীতা ও সমর্থন প্রয়োজন। এদিকে তাদের সন্তানকে নিয়ে কোনো ধরনের বিষয়বস্তু করতেও মানা করেছেন কোহলি এবং আনুসকা। তারা বলেন আমার সন্তান আছে এমন কোনো বিষয়বস্তু নিয়ে টানাটানি না করার অনুরোধ করছি। বিয়ের তিন বছর পর তাদের সংসারে এলো প্রথম সন্তান।