কিশোরগঞ্জ–৪ আসনে যদি জামায়াতে ইসলামীর প্রার্থী জয়লাভ করে তাহলে বিষ খাবেন বলে মন্তব্য করেছেন ওই আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান। হাওরাঞ্চলের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম নিয়ে গঠিত এই আসনে নির্বাচনি গণসংযোগকালে তিনি এই কথা বলেছেন। গত শুক্রবার রাতে তিনি ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কর্মী সমাবেশে বক্তব্য রাখছিলেন। তখন সেখানে উপস্থিত জনতার উদ্দেশে আলোচিত এই বীর মুক্তিযোদ্ধা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে আপনারা যারা তারা হাত তুলেন দেখি। তখন উপস্থিত জনতার প্রায় সবাই হাত তুলেন। তারপর তিনি বলেন, রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি। তখন কেউ হাত না তুললে– তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাজাকারের পক্ষে একটা হাতও উঠে নাই। এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা–মিঠামইন–অষ্টগ্রামে জামায়াত পাশ করলে আমি বিষ খামু। খবর বিডিনিউজের।
এদেশে জামায়াতে ইসলামী দয়ায় উপর বেঁচে আছে বলেও মন্তব্য করেন ফজলুর রহমান। তিনি বলেন, এরা যে বেঁচে আছে এটাই তো দয়া। শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরছে– ম্যাডাম আমাদের বাঁচান। তখন বাঁচাইছিল। আর এখন সেই সাপে ফণা তুলছে। বিএনপিরে বলে চান্দাবাজ, ধান্দাবাজ, চোর–বাটপার– এগুলো জামায়াত ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক, এরা বেইমান, এরা অকৃতজ্ঞ। যারে দিয়া বাঁচে তারেই মারে।












