নিজেদের সক্ষমতার জানান দিতে টুর্নামেন্ট আয়োজন করতে চায়

বিসিবি রিজিওনাল কমিটি চট্টগ্রামের প্রথম সভা

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

গত জুনে এডহক কমিটি গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহু আকাংখিত রিজিওনাল ক্রিকেট কমিটি। ছয়টি কমিটি অনুমোদন দেওয়া হলেও চট্টগ্রামই সবার আগে সভা করতে পেরেছে। আর শুধু সভা আয়োজন করে ক্ষান্ত থাকতে চাইছে না চট্টগ্রামের কর্মকর্তারা। নিজেদের সামর্থ্যের জানান দিতে একটি টুর্নামেন্টও আয়োজন করতে চায় চট্টগ্রামের এই কমিটি। গতকাল এই টুর্নামেন্টের একটি ফরম্যাটও একরকম ঠিক করে ফেলেছে কর্মকর্তারা। ১৮ থেকে ২৩ বছরের ক্রিকেটারদের নিয়ে হবে এই টুর্নামেন্ট। যেখানে খেলবে ৮টি দল। বিবাড়িয়ার অবস্থা জানা না গেলেও পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা নিয়ে গঠিত হবে একটি দল। আর চট্টগ্রাম বিভাগের ৭টি জেলা গঠন করবে নিজেদের দল। মূলত এই টুর্নামেন্ট দিয়ে নিজেদের পথ চলা শুরু করতে চায় চট্টগ্রামের এই রিজিওনাল কমিটি। আগামী ৯ সেপ্টেম্বর আবার সভায় বসবে কমিটির সদস্যরা। এর আগে ১১টি জেলার বিসিবি নিযুক্ত কোচ এবং ক্রিকেট সম্পাদকদের নিয়ে একটি সভা করতে চায় কমিটি। সেখানে আলোচনা হতে পারে কিভাবে প্রথম টুর্নামেন্টটা পরিচালিত হতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের ছয়টি রিজিওনাল কমিটি অনুমোদন দিলেও এই কমিটিগুলো কিভাবে পরিচালিত হবে তার কোন গাইড লাইন দেয়নি। তবে চট্টগ্রামের সভাপতি আ... নাছির উদ্দীন গতকাল সভা শেষে জানিয়েছেন বিসিবি একটি গাইড লাইনের ভিত্তিতে এই কমিটি গুলো গঠন করা হয়েছে। যদিও প্রথমে দুই বছরের জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে। তবে এই কমিটি কিভাবে পরিচালিত হবে কিংবা অর্থের সংস্থান কি হবে, সে সব কোন বিষয়ে কোন নির্দেশনা নেই। তবে আ... নাছির উদ্দীন জানিয়েছেন একটি অভিন্ন গাইড লাইন তৈরির কাজ চলছে। আর সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে। তবে আপাতত যেসব বয়স ভিত্তিক ইভেন্টগুলো বিসিবি আয়োজন করতো সে গুলো এখন এই রিজিওনাল কমিটি করবে। কারন একটি রিজিওনাল কমিটি পূর্ণতা পেতে অনেক কিছু দরকার। আর সে সব আসতে নিশ্চয়ই আরো সময় লাগবে। আমরা অলস বসে না থেকে কিছু একটা করতে চাইছি। গতকালের প্রথম সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আ... নাছির উদ্দীন, সদস্য আকরাম খান, মির্জা সালমান ইস্পাহানী, আলি আব্বাস, সিরাজউদ্দিন মো. আলমগীর, সৈয়দ আবুল বশর, গওহর সিরাজ জামিল, জুয়েল চাকমা, নাজমুল আহসান রোমেল, জাহিদুল ইসলাম। সভায় ছিলেন না নিযাম উদ্দিন হাজারী, নিয়াজ মোরশেদ এলিট এবং মাহমুদুল করিম।

চট্টগ্রাম থেকে জাতীয় দলে ক্রিকেটার সরবরাহের গতিটা এখন একেবারেই কমে গেছে। তামিম ইকবাল না থাকায় এবারের এশিয়া কাপের দলে হয়তো চট্টগ্রামের কোন ক্রিকেটারই থাকবে না। বিষয়টাকে হতাশার বলে উল্লেখ করলেন কমিটির সভাপতি। তিনি বলেন আমাদের যে কয়জন ক্রিকেটার ছিল জাতীয় দলে তারা নিজেদের সে জায়গা ধরে রাখতে পারছে না। আমরা প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছি। ফলে আমাদের এখন পথ খুঁজতে হবে কিভাবে চট্টগ্রামের ক্রিকেটারদের জাতীয় দলের দিকে পাঠানো যায়। আর সে জন্যই কাজ করবে এই রিজিওনাল কমিটি। তবে কমিটিতে জায়গা পাওয়াদের অনেকেই এই নতুন অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে চাইছেন। গওহর সিরাজ জামিল যেমন বললেন আমাদেরকে সম্মিলিতভাবে একটি প্রচেষ্টা চালাতে হবে কিভাবে চট্টগ্রাম থেকে ক্রিকেটার বের করে আনা যায়। অতীতের কথা বলে তৃপ্তির ঢেঁকুর তোলার এখন আর কোন সুযোগ নাই। আমাদেরকে ভাবতে হবে, পরিকল্পনা নিতে হবে। দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করে ক্রিকেটার তৈরির কাজটা করতে হবে। তিনি বলেন এই কমিটিতে যারা রয়েছেন তারা সবাই ক্রিকেটকে ভালবাসেন। তাই তাদেরকে কাজে লাগাতে পারলে চট্টগ্রামের ক্রিকেট আবার সামনের দিকে এগিয়ে যাবে।

কমিটির অন্যতম সদস্য আকরাম খান। যিনি আবার বিসিবিরও পরিচালক। তিনি বলেন আমাদেরকে আসলে এখন থেকে নতুন করে ভাবতে হবে। অন্যদের সাথে আমরা কেন প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি তার কারণ খুঁজে বের করতে হবে। আর সেভাবে পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে। এখানে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কোন বিকল্প নেই। তিনি বলেন এই কমিটিতে যারা রয়েছেন তারা সবাই দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাথে যুক্ত। সবাই ক্রিকেটের জন্য কাজ করছে। তাই সবার প্রচেষ্টায় এগিয়ে যাওয়া সম্ভব। ভাল মানের ক্রিকেটার যারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে তাদের গড়ে তুলতে খেলা আয়োজনের পাশাপাশি পর্যাপ্ত সুযোগ সুবিধাও সৃষ্টি করতে হবে আমাদের। সে লক্ষ্যে কাজ করার প্রত্যয়ও ঘোষণা করেন আকরাম খান। চট্টগ্রাম বরাবরই যেকোন কাজে সবার আগে থাকে। যদিও পরে আবার পিছিয়ে পড়ে। বিসিবির রিজিওনাল ক্রিকেট কমিটির অন্যরা যখন এখনো বসে আছে তখনই চট্টগ্রাম তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। খুব বড় কোন স্বপ্নের গল্প না শোনালেও এগিয়ে যাওয়ার পথে পা বাড়িয়েই দিয়েছে চট্টগ্রাম। এখন দেখার বিষয় কতটা গতিতে চলে তাদের নতুন যাত্রার এই ট্রেন।

পূর্ববর্তী নিবন্ধলংকান প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগাতে চান হৃদয়
পরবর্তী নিবন্ধমৃত্যুর আগে ছেলেবন্ধুকে বিয়ে করল ১০ বছরের বালিকা