নিজেদের বিচরণ ক্ষেত্রে হাতি যেন নিরাপদ থাকে

সুরক্ষা নিয়ে সাধনপুরে আলোচনা

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কালীপুর রেঞ্জের উদ্যোগে বন্যহাতির সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা গত মঙ্গলবার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারে অনুষ্ঠিত হয়। কালীপুর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. খোরশেদ আলম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহম্মদ, বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাধনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু রাশেদ মনির, সাধনপুর ইউপি প্যানেল চেয়ারম্যান করুনাময় ভট্টাচার্য প্রমুখ।
বনবিভাগের সাধনপুর বিট কর্মকর্তা আবদুল জলিলের সঞ্চালনায় বক্তারা বলেন, বন্য হাতি সংরক্ষণে বর্তমান সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। নিজেদের বিচরণ ক্ষেত্রে হাতি যাতে নিরাপদে বিচরণ করতে পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধগাঁজা নিয়ে জাতিসংঘে ভোট ওষুধ তৈরিতে মিললো ছাড়
পরবর্তী নিবন্ধবৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির বার্ষিক সম্মেলন