চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে দুই দিন আগে। তবে নাজমুল হোসেন শান্তর প্রস্তুতি পর্ব চলছে আরও আগে থেকেই। বিপিএল চলার সময় থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ রেখে ঘাম ঝরিয়ে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। তেমনটি জানালেন কোচ ফিল সিমন্স। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে যখন ভারতের বিপক্ষে খেলতে নামবেন শান্ত, তখন তার সবশেষ স্বীকৃত ম্যাচ খেলার পাঁচ সপ্তাহ হয়ে যাবে। সবশেষ ওয়ানডে ম্যাচটি তিনি খেলেছেন গত ৯ নভেম্বর। বিপিএলের আগে ক্যারিবিয়ান সফরে তিনি যেতে পারেননি ইনজুরির কারণে। বিপিএলে ফরচুন বরিশালের একাদশে তার জায়গা পাওয়া কঠিনই ছিল। তবু শুরুর দিকে নিয়মিত সুযোগ পেয়েছেন। কিন্তু পাঁচ ম্যাচ খেলে ৫৬ রান করার পর সেই জায়গাও হারিয়েছেন শান্ত। এরপর আর একাদশে ফিরতে পারেননি।
যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে সংস্করণে। তবে বিপিএলে খেলতে পারলে অন্তত ম্যাচ অনুশীলনের মধ্যে থাকতে পারতেন শান্ত। এমন একজনের নেতৃত্বেই বৈশ্বিক আসরে খেলতে যাবে বাংলাদেশ। তার ম্যাচ অনুশীলনের ঘাটতির কথা মানলেন ফিল সিমন্সও। তবে মিরপুরে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বললেন, ম্যাচ না খেললেও ব্যাটিং নিয়ে কাজ করেছেন বাংলাদেশ অধিনায়ক।
তাকে নিয়ে একটা ব্যাপার আপনাদেরকে বলতে পারি, যে সময়টায় সে খেলেনি, এই পুরো সময় সে কঠোর পরিশ্রম করেছে। সে ম্যাচের আগেই জানত যে খেলছে না। কাজেই সে তখন চলে আসত মাঠে এবং নিজের কাজ করত। বাংলাদেশ কোচের মতে, মানসিক শক্তির জোর দিয়ে ম্যাচ অনুশীলনের ঘাটতি পুষিয়ে দিতে পারেন শান্ত। আমি বলব দলের সবারই শক্তিশালী এবং খুবই শক্তিশালী মানসিকতার প্রয়োজন পড়বে। বিপিএল শেষে এখন ৫০ ওভারে লড়াইয়ের পালা এবং অধিনায়ক খুব বেশি ম্যাচ খেলেনি সামপ্রতিক সময়ে। তবে প্রবল মানসিক শক্তির প্রয়োজন এখানে এবং আমার মনে হয় তার তা আছে। তার সঙ্গে কাজ চালিয়ে যেতে মুখিয়ে থাকব আমি। বিপিএলে ভালো না করলেও ওয়ানডেতে শান্তর ফর্ম ভালো ছিল ইনজুরিতে পড়ার আগে। সবশেষ ১০ ওয়ানডেতে একটি সেঞ্চুরি, একটি ৯০ ছাড়াও দুটি ফিফটি করেছেন তিনি। আরও দুই ইনিংসে ছুঁয়েছেন ৪০। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল করতে পারবেন শান্ত তেমনটি আশা করেন দলের হেড কোচ ফিল সিমন্স।