নিজেকে ক্ষমা করি

রাশিদা তিথি | বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

সেদিন থামিনি, সময় ছিলো না;

সময়ে চিনিনি, বাঁধিনি মননে

সোঁদা বৃষ্টির সুবাস।

নিত্য ডুবেছি দৈনন্দিন

জীবিকার ঘরে, সড়কে।

আজ অসময় তোমার!

নাকি গেছ চলে দূর সাগরের

নীল নীল জলে, জোয়ারে?

হয়ত বা গেছ ডানা দুটো মেলে

ললিত হাওয়ার শহরে।

আজ প্রাণ কাঁদে, ধুলায় ফুলেরা

লুটোপুটি খেলে বিকেলে,

আকাশে শিশির, নৈঃশব্দের

হেম জ্বলে জ্বলে উঠছে।

থই থই হলো এপাড় ওপাড়

উহ্য প্রেমের শ্রাবণে।

আকাঁবাকা পথ, পাওয়া নাপাওয়ারা

মিলিয়ে দাঁড়ালো কোথায়?

যেন সুনিপুণ এক নিষ্ঠায়

দীর্ঘশ্বাসের দুয়ারে,

বুকপাথরের হাড় ভেঙে যায়

জানে মাধবীর লতাটি।

শ্বেত হীমে ঢাকো যদি, তাও ভালো

ক্ষমা করি তবে নিজেকে।

পূর্ববর্তী নিবন্ধএতো আমার জন্মগ্রাম
পরবর্তী নিবন্ধস্বপ্ন