চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত প্রয়াত ক্লাব সদস্য নিজাম এ খান স্মৃতি টেবিল টেনিস টিম ইভেন্ট গত রবিবার সম্পন্ন্ হয়েছে। দুই দিন ব্যাপী এই ইভেন্টে কাপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে যথাক্রমে চিটাগং ক্লাব লিঃ গ্রীন এবং চিটাগং ক্লাব লিঃ রেড। প্লেট চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে যথাক্রমে চিটাগং ক্লাব লিঃ ইয়েলো এবং চিটাগং ক্লাব লিঃ ব্লু।
গত রবিবার সন্ধ্যায় ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিসিএল ভাইস চেয়ারম্যান ও বারকোড রেস্টুরেন্ট গ্রুপ এর সত্ত্বাধিকারী মঞ্জুরুল হক মঞ্জু। চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব লিঃ এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনোয়ার ফরহাদ। টেবিল টেনিস বিভাগের মেম্বার ইনচার্জ শেখ হাছান জামান এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে চিটাগাং ক্লাব লিঃ এর নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাশেম (নান্নু), চৌধুরী এম মাহতাব উদ্দিন হুমায়ুন, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন এবং সিসিএল টেবিল টেনিস সাব কমিটির কনভেনর, সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ এবং প্রয়াত নিজাম এ খানের পরিবারের পক্ষে ক্লাব সদস্যা প্রফেসর রেহেনা আলম খান, এহসান এ খান ও সুবেহ উদ্দিন খান প্রমুখ সহ বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই টেবিল টেনিস টিম ইভেন্টটি পৃষ্ঠপোষকতা করেছে বারকোড রেস্টুরেন্ট গ্রুপ।